অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগে ধৃত ১০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে কড়েয়া থানার ৩বি, চামরু খানসামা লেনের একটি আবাসনের চার তলার একটি ফ্ল্যাটে স্থানীয় পুলিশের সহায়তায় গোয়েন্দা বিভাগের অফিসারেরা অভিযান চালান। সেখান থেকেই গ্রেফতার করা হয় এই দশ জনকে। ধৃতদের নাম, আরবাজ আলী খান […]