বাগুইআটিতে সুটকেসে মহিলার দেহ উদ্ধারের ঘটনার দুদিনের মধ্যে দেহ কার তা কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। তবে এই ঘটনায় নিঃসন্দেহে প্রশ্নচিহ্নের মুখে মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশের ভূমিকা। বাগুইআটি থানা সূত্রে খবর, যে মহিলার দেহ উদ্ধার হয়েছিল তাঁর নাম রিয়া ধর। বছর ত্রিশের রিয়ার বাড়ি মুর্শিদাবাদ নবগ্রামে। দুটি সন্তানের মাও তিনি। তবে ফেসবুকে তিন মাস আগে […]