Tag Archives: Sandeep-Abhijit’s bail

সন্দীপ-অভিজিতের জামিনে ক্ষুব্ধ তিলোত্তমার বাবা

তিলোত্তমার খুন-ধর্ষণ কাণ্ডে অবশেষে জামিন পেলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। এ খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তিলোত্তমার বাবা। রীতিমতো হতাশাও প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, ‘খুবই দুঃখজনক ঘটনা। তবে আমরাও ভাবছিলাম এননটা হতে পারে। কারণ, সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ […]