Tag Archives: says Agnimitra

সিবিআই নয়, তদন্ত করুক পশ্চিমবঙ্গ পুলিশ, মত অগ্নিমিত্রার

কসবা কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। শুক্রবারের পর শনিবারও পথে নামতে দেখা যায় বঙ্গ স্যাফ্রন ব্রিগেডকে। দক্ষিণে গড়িয়াহাট থেকে উত্তরে  লেক টাউনে চলে বিক্ষোভ। এদিকে  দলীয় স্তরে তৈরি হয়েছে তদন্ত কমিটিও। যার রিপোর্ট যাবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। এদিকে কসবার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। তিনি […]