আগামী ৯ জুলাই বনধ ডেকেছে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। তবে সে দিন বনধ থাকলেও অফিসে আসতেই হবে সরকারি কর্মচারিদের প্রত্যেককে। কোনওভাবেই কামাই করা যাবে না অফিস। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয় নবান্নের তরফে। সেদিন বৈধ কারণ ছাড়া অফিস ছুটি করলে বা হাফ ডে নিলে সরকারি কর্মচারিদের শোকজ নোটিস দেওয়া হতে পারে, সোমবার […]