সম্প্রতি, কলকাতা, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে স্বাস্থ্য বিমা সুরক্ষা সম্পর্কে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সঠিক মিশ্রণ এবং এজেন্ট অংশীদারদের ব্যক্তিগত স্পর্শ এই অঞ্চলে ব্র্যান্ডের সাফল্যে একটি বড় অবদান রেখেছে বলে মনে করছেন পিবি পার্টনার্স হেল্থ ইনসিওরেন্সের ন্যাশানাল সেলস হেড নীরজ আধানা। একইসঙ্গে তিনি এও জানাচ্ছেন, কলকাতার জনগণের মধ্যে উচ্চতর সচেতনতা স্বাস্থ্য বিমা পলিসি গ্রহণে […]