ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ এবং স্ক্রিন – স্ক্রিন একাডেমি লঞ্চ করলো। এটি একটি অগ্রণী অলাভজনক উদ্যোগ বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, এটি ভারতীয় সিনেমায় নতুন নতুন কণ্ঠস্বরকে লালন করবে এবং তাঁদেররে তাদের কুশলতা প্রদর্শনের সুযোগও করে দেবে বলে জানানো হয়েছে। কান এবং অস্কার বিজয়ী, গুণীত মোঙ্গা, পায়েল কাপাডিয়া এবং রেসুল পুকুট্টি এবং প্রবীণ চিত্রনাট্যকার আঞ্জুম […]