ফের সাফল্য শিয়ালদহ ডিভিশনের। ভাঙল চক্র। হাতেনাতে পাকড়াও করল এক মাদক পাচারকারীকে। ধৃতের নাম আব্বাস আজামেরি। পূর্ব রেল সূত্রে খবর, শনিবার শিয়ালদহ স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝেই এই মাদক পাচারকারীকে হাতেনাতে ধরে রেলপুলিশ। রাজস্থান থেকে বাংলায় এসেছিল সে। চলনবলনেই সন্দেহ হয়েছিল তাদের। জিজ্ঞাসাবাদ করে ব্যাগপত্র খতিয়ে দেখতেই আব্বাসের ব্যাগ থেকেই বের হয় বেড়াল। […]