Tag Archives: Sealdah Railway Police

বিপুল পরিমাণ মাদক আটক শিয়ালদহ রেল পুলিশের

ফের সাফল্য শিয়ালদহ ডিভিশনের। ভাঙল চক্র। হাতেনাতে পাকড়াও করল এক মাদক পাচারকারীকে। ধৃতের নাম আব্বাস আজামেরি। পূর্ব রেল সূত্রে খবর, শনিবার শিয়ালদহ স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝেই এই মাদক পাচারকারীকে হাতেনাতে ধরে রেলপুলিশ। রাজস্থান থেকে বাংলায় এসেছিল সে। চলনবলনেই সন্দেহ হয়েছিল তাদের। জিজ্ঞাসাবাদ করে ব্যাগপত্র খতিয়ে দেখতেই আব্বাসের ব্যাগ থেকেই বের হয় বেড়াল। […]