যাত্রীদের যাত্রা অভিজ্ঞতা সহজ এবং শৃঙ্খলাপূর্ণ করতে এবং রেলওয়ে শিষ্টাচার প্রচারের জন্য এসিএম,শিয়ালদহ রবিশঙ্কর প্রসাদ এবং মহুয়া দাস একটি ব্যাপক টিকিট পরীক্ষা অভিযান পরিচালনা করেন শিয়ালদহ -রানাঘাট সেকশনে। এই অভিযানটি সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার পবন কুমার এবং শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগমের নেতৃত্বে ও নির্দেশনায় অনুষ্ঠিত হয় এই অভিযান। দুই দিনব্যাপী এই অভিযানে টিকিট-পরীক্ষা […]