স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যোগ্যদের তালিকায় নাম ছিল না আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। কেন নাম নেই, এর ব্যাখ্যা দিয়ে বৃহস্পতিবার সল্টলেকে এসএসসি দফতরের সামনে দাঁড়িয়ে তিনি জানান, কমিশনের ভুলেই কয়েকজনের নাম বাদ গিয়েছে। তবে এই ভুল শুধরে নেওয়ার আশ্বাসও দিয়েছে কমিশন। এরপর সোমবার চিন্ময় জানান,’কয়েকজনের নাম আসতে শুরু করেছে ইতিমধ্যেই। আমার স্যালারিও সাবমিট হচ্ছে। […]