বাঙালির দুর্গাপুজোর সঙ্গে পরতে পরতে জড়িয়ে ছিল বাটা কোম্পানির কথা। বিংশ শতাব্দীর ছয় থেকে সাতের দশকেও পুজো মানেই নতুন জুতো। এখনও মনে পড়ে মহালয়ার দিন দু’পাতা জুড়ে বের হতো বাটার জুতোর বিজ্ঞাপন। সেখানে টিক মেরে রাখতাম আমরা। কারণ, ‘পুজোয় চাই নতুন জুতো’। আর এই জুতো কিনতে পুজো না আসা পর্যন্ত বিরাট লাইন পড়তো বাটার দোকানে। […]