বিহারের পটনার পারস হাসপাতালে গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার ৫ জনকে গ্রেফতার করল বিহারের এসটিএফ। জানা গিয়েছে নিউটাউন এলাকার সুখবৃষ্টি নামক আবাসনের ২টি ফ্ল্যাট থেকে ৪ জন কে আটক করা হয়েছে। একটি এম ৭৩ বিল্ডিংয়ের ৪০৬ নম্বর এবং এম ৭০ বিল্ডিংয়ের ২০৬ নম্বর ফ্ল্যাট থেকে এদের গ্রেফতার করা হয়। নিউ টাউন এলাকার সুখবৃষ্টি আবাসনে আজ […]