সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি-ই এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশ থেকে ভ্যানিশ হয়ে যেতে চলেছে বুধবার অর্থাৎ ২৪ জুলাই রাত ১টা ৩৮ মিনিটে। মহাকাশে এমন অবাক করা ম্যাজিকের ম্যাজিশিয়ান চন্দ্রদেবতা স্বয়ং। আর সেই কারণেই জুলাইয়ের ওই দিনটায় অন্তত ঘণ্টা দুই আকাশ যেন পরিষ্কার থাকে এমনটাই প্রার্থনা করে চলেছেন পেশাদার ও শখের অ্যাস্ট্রোনমাররা। ২৪ জুলাই […]