জাকিয়ে শীত পড়তে আর কিছুদিনই বাকি।তবে শুষ্ক হাওয়ার দাপট শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। এদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমছে দ্রুত গতিতে।যার জেরে আর্দ্রতা হারিয়ে রুক্ষ-শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক, হাত-পা। বাদ যাচ্ছে না গোড়ালিও। শীতকালে শুষ্ক হাওয়ার দাপটে ত্বক ফাটা খুব সাধারণ বিষয়। অনেকের আবার এই সময় গোড়ালি ফেটেও চৌচির হয়। আর ফাটা গোড়ালি নিয়ে যেমন […]