এবার হারিয়ানার জ্যোতি রানির মতোই বাংলাতেও খোঁজ মিলল পাকিস্তানের আইএসআই-এর স্পাই-এর। আর এই কাজ কর হিসাবে কাজ করতো বাদুড়িয়ার কলেজ ছাত্রী তানিয়া পারভিন। সূত্র মারফত হয়ে জানা গিয়েছে, জ্যোতি রানির মতোই পাক সেনা ও লস্করের হয়ে কাজ করত তানিয়া। এনআইএ সূত্রে পাওয়া খবর অনুসারে, বাদুড়িয়ার কলেজ ছাত্রী তানিয়া পারভিনের ফোনেই পাক যোগের তথ্য পাওয়া গিয়েছে। […]