ফের বিস্ফোরক হুমায়ুন। ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন প্রায় হুঙ্কারের সুরে জানালেন, ’১৫ অগাস্টের পর থেকে খেলা শুরু করব।’ সঙ্গে এও জানান, ‘ব্লক সভাপতিরা লোকের সঙ্গে তোলাবাজি করেন, একটা ওয়ারিশ সার্টিফিকেট দিতে গেলে ৫০ হাজার টাকা চান, তোলাবাজি করেন।’ ফলে এই হুঙ্কার যে জেলা নেতৃত্বের বিরুদ্ধে তা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারও। এই প্রসঙ্গে […]