হাওড়া –বালি–বেলুড় এলাকার প্রখ্যাত আর বেশ পুরনো পুজোর একটা তালিকা তৈরি করা হলে প্রথম দু–একটির মধ্যেই নাম থাকবে কুমিল্লা পাড়া পল্লিমঙ্গলের। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ২০২৫–এ এই পুজো পা দিয়েছে ৭৫ বছরে। আর এই পুজোর ঢাকে পড়ল কাঠি রবিবার ২৭ জুলাই খুঁটিপুজোর মধ্য দিয়ে। ৭৫ বছরের পুজো হওয়ায় এক্কেবারে প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া শুরু […]