কলকাতা, ১৫ নভেম্বর ২০২৫: ভারতের স্টেট ব্যাংক (SBI)-এর চেয়ারম্যান সি এস শেঠি কলকাতার গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার (GTFC) পরিদর্শন করেন জানিয়েছেন যে ট্রেড ফাইন্যান্স এবং আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের প্রক্রিয়াকরণ কেন্দ্রীয়করণ করার উদ্দেশ্যে GTFC প্রতিষ্ঠার লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, শক্তিশালী অনুবর্তিতা (কমপ্লায়েন্স) এবং গ্রাহক অভিজ্ঞতার উল্লেখযোগ্য উন্নতি নিশ্চিত করা। পাশাপাশি চেয়ারম্যান এও উল্লেখ করেন যে ব্যাংক […]

