Tag Archives: State Drug Control said

পুদুচেরি থেকে আগ্রা হয়ে সড়কপথে ঢুকছে সন্দেহজনক ওষুধ, জানাল রাজ্য ড্রাগ কন্ট্রোল

কলকাতার চারটি ওষুধের কারখানায় হানা দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত ২০ লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ। সূত্রে খবর মিলছে, পুদুচেরি থেকে আগ্রা হয়ে কলকাতায় ঢুকছে সন্দেহজনক ওষুধ। সঙ্গে এ খবরও মিলেছে, আগ্রা থেকে কিনে এই ওষুধ সাপ্লাই করতেন কেষ্টপুরের এক ব্যবসায়ী। এ ব্যাপারে বিস্তারিত আরও তথ্য জানতে ভিন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ […]