এসএফআই–এর কেন্দ্রীয় নেতৃত্বে এবার সেই বাংলা আর কেরলেরই মুখ। কেরালার কোঝিকোড়ে এসএফআই–এর তিন দিনের সর্বভারতীয় সম্মেলনের শেষে রবিবার সিপিএমের ছাত্র সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হলেন বাংলার সৃজন ভট্টাচার্য এবং সভাপতি কেরালার এএম সাজি।আর এমন ঘটনা উস্কে দিল ১৯৭০–এর স্মৃতি। কারণ, সিপিএমের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলার বিমান বসু, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শ্রী ভাস্করন। এই […]