কেভেন্টার গ্রুপের হেড অফ মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কাস্টোডিয়ান সুপর্ণা মুকাদম ২০২৫-এর বাজেট প্রসঙ্গে জানান , ‘রিয়েল এস্টেট বিনিয়োগকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। মূল নীতি পরিবর্তনের প্রবর্তন করে বাজেট ২০২৫। যা উল্লেখযোগ্য ভাবে বাড়ির মালিক এবং বিনিয়োগকারী উভয়কেই প্রভাবিত করবে। দুটি নিজস্ব সম্পত্তির জন্য ট্যাক্স বেনিফিট যাতে মেলে, তার জন্যই এই পদক্ষেপ। সেই সঙ্গে […]