Tag Archives: Susrita Soren’s case

সুশ্রীতা সোরেনের মামলার আদালতে ভর্ৎসিত রাজ্য পুলিশ

আদালতে ফের মুখ পুড়ল রাজ্য পুলিশের। এআইডিএসও নেত্রী সুশ্রীতা সোরেনের মামলায় এবার আদালতে এবার কড়া ভাষায় ভর্ৎসনা করা হল পুলিশকে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ‘মেদিনীপুর মহিলা থানা ঠিক নয় , ডিজিকে বলুন ব্যবস্থা নিতে। নাহলে আমি কড়া নির্দেশ দিতে বাধ্য হব।’ এর পাশাপাশি বিচারপতির এদিন এও বলেন, ‘সিসিটিভি ফুটেজ আমি দেখেছি। নির্যাতনের প্রমাণ আছে। […]

preload imagepreload image