ট্যাংরার দে পরিবারের এক নাবালিকা ও দুই মহিলা কী ভাবে খুন হয়েছেন তা জানা গেছে দে পরিবারের ছোট ভাই প্রসূনের জবানবন্দিতে, এমনটাই জানাল কলকাতা পুলিশ। একইসঙ্গে কলকাতা পুলিশের তরফের থেকে এও জানানো হয়েছে, জবানবন্দিতে প্রসূন জানিয়েছেন, ঘটনার আগের দিন রাতে অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি রাতে তিন তলার ঘরে ঘুমের ওষুধ ও প্রেসারের ওষুধ হামান দিস্তায় একসাথে […]