আরএসএইচ গ্লোবালের অধীনে থাকা ভারতের নিজস্ব পার্সোনাল কেয়ার ব্র্যান্ড জয় পার্সোনাল কেয়ার, এক নতুন ক্যাম্পেইন চালু করল জয় লেমন ফেসওয়াশের জন্যে। এই ক্যাম্পেনে অংশ নিচ্ছেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা শাহরুখ খান ও সানিয়া মালহোত্রা। এই ক্যাম্পেনে এও বলা হচ্ছে, লেবুর উপকারিতায় সমৃদ্ধ এই ফেসওয়াশ কার্যত মলিনতা দূর করে এবং ত্বককে গভীরে গিয়ে পরিষ্কার করে, ফলে এটা […]