ফের বিমান বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা থেকে উড়তে পারল না থাই এয়ারলাইন্সের ব্যাঙ্ককগামী বিমান। রাত ২:৩৫ মিনিট নাগাদ ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও বিমান ওড়ার আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে, বুঝতে পারেন পাইলট। এরপর কারিগরি ত্রুটির কারণে রাত ০৩টে ৩০ মিনিটে বাতিল করা হয় বিমানটি। সূত্রের খবর অনুযায়ী, থাই লায়ন এয়ারের এসএল ২৪৩ […]