Tag Archives: tell the court

মিনাখাঁর শাসকদলের প্রার্থী জালিয়াতি করেছেন মনোনয়ন জমার সময়, আদালতে জানাতে চলেছে নির্বাচন কমিশন

মিনাখাঁর শাসকদলের প্রার্থী জালিয়াতি করেই সৌদি আরবে বসে মনোনয়ন দিয়েছেন, এবার কলকাতা হাইকোর্টে সেই তথ্যই জানাতে চলেছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রে খবর। প্রসঙ্গত, মিনাখাঁর শাসক দলের প্রার্থী সৌদি আরব থেকে কীভাবে মনোনয়ন দিলেন, প্রশ্ন তুলে মামলা করা হয়। সেই মামলায় আদালতের কাছে জবাব তলব করে আদালত। উত্তরে এবার একথাই জানাতে চলেছে কমিশন। মনোনয়নে প্রস্তাবককে দিয়ে […]

preload imagepreload image