শুক্রবার সকাল থেকে দমদমের নয়াপট্টির শীতলা মন্দিরে ছিল ভক্তদের ভিতর। এরপর সন্ধের পর তালা বন্ধ করে রাখা হয় মন্দিরের। এরপর গভীর রাতে ওই তালা ভেঙে সব নিয়ে পালালো চোরের দল। যার মধ্য়ে চুরি গেছে প্রণামি বাক্স। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে দমদমের নয়া পট্টিতে। এখানেই রয়েছে নয়াপট্টি বারোয়ারিতলা শীতলা মন্দির। প্রণামীর টাকা দিয়েই এখানে […]