মত্ত পরিচালকের হাতে ছিল স্টেয়ারিং। তার জেরে বেপরোয়া গতির বলি হন এক পথচারী। ঠাকুরপুকুরে ভরা বাজারে একের পর এক গাড়িকে মারা হয় ধাক্কাও। পিষে দেওয়া হয় সেই ঠাকুরপুকুর কাণ্ডে উঠেছে সর্বমহলে নিন্দার ঝড়। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশ হেফাজতে পরিচালক সিদ্ধান্ত দাস। অভিযুক্ত সিরিয়াল পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা রুজু করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে পুলিশের […]