ঠাকুরপুকুরের দুর্ঘটনায় এবার ফুঁসে উঠলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিযুক্ত সেলেবরা কেন এখনও সকলে গ্রেফতার নয় কেন তা জানতে চেয়েছেন কুণাল। শুধু তাই নয়, আরজি করের-এর প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তোলেন,দুর্ঘটনায় একজনের মৃত্যুর পরও কেন ‘টলিউডের বিপ্লবীরা’ প্রতিবাদ করছেন না কেন তা নিয়েও। উল্লেখ্য, গত রবিবার ঠাকুরপুকুরে একটি গাড়ি ধাক্কামারে প্রায় ছয় থেকে সাতজনকে। পুলিশ […]