বহু বিপর্যয়ের দিনেও দৃপ্তকণ্ঠেই কথা বলতে দেখা গেছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেই আশার কাণ্ডারীর হাতে কলমও যেন ছিল পরশপাথর। রাজনীতির আবর্তে থেকেও সাহিত্যচর্চা থামেনি তাঁর। মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বের আড়ালে বিস্মৃত হয়নি তাঁর লেখক-সত্তা। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় এবং প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনীর জীবন রাজনীতির পাশাপাশি গাঁটছড়া বেঁধেছিল সাহিত্যের সঙ্গেও৷ বিশ্বসাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ছিলেন প্রয়াত প্রাক্তন […]