মরণোত্তর দেহদানের কথা ঠিক ছিল আগেই। আর সেই কারণেই বুদ্ধদেববাবুর দেহদানের আগে শুক্রবার হাসপাতালে জমা দেওয়া হবে অঙ্গীকারপত্র। এরপর দেহ সংরক্ষণ করা হবে হাসপাতালের নির্দিষ্ট কক্ষে। ভবিষ্যতের চিকিৎসক অর্থাৎ ডাক্তারি পড়ুয়াদের গবেষণার কাজে লাগবে সেই দেহ। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে বুদ্ধবাবুর কোনও নিকট আত্মীয় ওই অঙ্গীকারপত্র জমা দেবেন হাসপাতালে। তারপর দেহ সংরক্ষণের জন্য শিরায় প্রবেশ করানো […]