পেনাং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন ব্যুরো (পিসিইবি) আয়োজন করল ‘পেনাং রোড-শো টু ইন্ডিয়া ২০২৫’- এর ৮ম সংস্করণের। এই রোড-শো অনুষ্ঠিত হচ্ছে ১৩ থেকে ২০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত। ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ষিক উদ্যোগটি কখনওই বাদ পড়েনি, এমনকী কোভিড-১৯ অতিমারির সময়ও টানা দুই বছর ধরে ভার্চুয়ালি এই রোড-শো অনুষ্ঠিত হয়েছে। এই রোড-শো আদতে ভারতীয় বাজারের সঙ্গে […]