শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার উত্তপ্ত খাস কলকাতার বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে চপার দিয়ে কোপানো হল তাঁর বৃদ্ধা মা এবং ভাইকে, এমনটাই অভিযোগ। এই ঘটনার পরই স্থানীয় প্রোমোটারের আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় আক্রান্ত পরিবার। এই ঘটনার পর তৃণমূল কর্মী বাপি দাসের ভাই সুময় দাস ও মা শিবানী দাসের আতঙ্ক কাটছে না। এমনকী মৃত্যুভয়ে […]