ব্রিগেডে বামেদের সভা। এদিকে নিঝুম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়ি। তিনি যে নেই। তাঁকে ছাড়া প্রথম ব্রিগেড। গত বছরের অগাস্টে তাঁর প্রয়াণের পর এইবার তিনি ছাড়াই ব্রিগেড হচ্ছে বামেদের।ফলে প্রতিবারের মতো এবারও বামেদের ব্রিগেড সমাবেশ হলেও কোথাও যেন সুরটা কিছুটা হলেও আলাদা। কারণ,বাম-কর্মী সমর্থকরা সব্বাই মনে প্রাণে অনুধাবন করছেন তাঁর এই অনুপস্থিতি। পড়ে […]