হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান গোপীচাঁদ হিন্দুজার নেতৃত্বাধীন হিন্দুজা পরিবার, একটি ১১০ বছরের পুরনো বহুজাতিক শিল্পগোষ্ঠী, টানা চতুর্থ বছরের মতো সানডে টাইমস রিচ লিস্ট-এর শীর্ষস্থানে রয়েছে। যাঁর সম্পদের পরিমাণ ৩৫.৩ বিলিয়ন পাউন্ড । যুক্তরাজ্যে বসবাসকারী ধনী ব্যক্তি এবং পরিবারের বার্ষিক চূড়ান্ত তালিকা-২০২৫ সানডে টাইমস রিচ লিস্ট সংস্করণে প্রকাশিত হয়েছে । এখানে রয়েছে ৩৫০টি এন্ট্রি। বৈশ্বিক অনিশ্চয়তা ও […]