নতুন বছরের প্রথম দিনেই যেন তেড়েফুঁড়ে ফেরে ‘অ্যাকশনে’ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গোটা রাজ্যবাসী যখন প্রস্তুতি নিচ্ছে নববর্ষ উদযাপনে,ঠিক তখনই জালিয়াতদের টিঁকি খুঁজতে মাঠে নেমে পড়লেন কেন্দ্রীয় তদন্তাকীর সংস্থার আধিকারিকেরা। সূত্রে খবর, ভবানীপুর থানায় দায়ের হওয়া পাসপোর্ট জালিয়াতি মামলায় ফের একবার তল্লাশি অভিযানে এদিন নামেন তদন্তকারীরা। এদিকে ইডি সূত্রে খবর,মঙ্গলবার সাতসকালে বিরাটি, বেকবাগান-সহ কলকাতা তথা রাজ্যের মোট […]