Tag Archives: The owner

ধারে বিরিয়ানি না দেওয়ায় মাথা ফাটানো হল দোকানের মালিকের

ধারে বিরিয়ানি না দেওয়ায় মাথা ফাটানো হল দোকানের মালিকের। সঙ্গে ভাঙচুরও চালানো হয় দোকানে। এমনই ঘটনার সাক্ষী থাকল খোদ কলকাতা। ঘটনাস্থল নিউটাউনের সাপুরজি। এরপরই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীকে। ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। সূত্রে খবর, নিউটাউন শাপুরজি এলাকায় একটা ছোট বিরায়ানির দোকান রয়েছেন পাথরঘাটার বাসিন্দা রূপম বিশ্বাসের। রূপমের দাবি, প্রায়শই […]