বুথে চলল ছাপ্পা ভোট। কিছু ব্যালট পেপার ছিঁড়ে দেওয়া হয়। এরপরেই ব্যালট বাক্স সিল করে ডিসিআরসি-তে জমা দিলেন প্রিসাইডিং অফিসার। ঘটনাস্থল হুগলির আরমাবাগের বাতানলের ৭৮ নম্বর কাচগোরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। কেন্দ্রীয় বাহিনী থাকলে এমনটা ঘটত না বলেই মনে করেন ওই প্রিসাইডিং অফিসার। জানা গিয়েছে, শনিবার সকালে নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ শুরু হয় ওই বুথে। অভিযোগ, হঠাৎই বাইক […]

