মুদ্রাস্ফীতির কবলে মধ্যবিত্ত। এবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে এল আরও বড় এক ধাক্কা। দুধ বিক্রয়কারী সংস্থা আমুল দাম বাড়াল দুধের। ফলে আমুল দুধ কেনা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে। উল্লেখ্য, গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, যা আমুল ব্র্যান্ডের অধীনে দুধের পণ্য বিক্রি করে। এদের তরফ থেকে দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই দাম […]