এবার থেকে ফুটপাথ বা রাস্তার পাশে আর ক্যাশ ভ্যানকে দাঁড় করানো যাবে না, এমনটাই নির্দেশ কলকাতা পুলিশের। পার্কিং প্লেস থাকলে ক্যাশ ভ্যানকে দাঁড় করাতে হবে আবসন বা শপিং মল চত্বরেই। কারণ, গত সোমবার পার্ক সার্কাসের কাছ থেকে ১২ লক্ষ টাকা লুঠের ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। কেন শপিং মল চত্বরে ক্যাশ ভ্যান না রেখে বাইরে রাস্তার […]