কলকাতায় তাপমাত্রা হঠাৎ-ই যেন ঊর্ধ্বমুখী। বেলার দিকে রোদের তাপে কিছুটা গরমই লাগছে৷ ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কী এ বারের মতো ঠাণ্ডা বিদায় নিল কি না তা নিয়েই৷ এদিকে আলিপুর আবহাওযা দফতর সূত্রে খবর, ২০২৩ সালে আর জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বাংলায়। বড়দিনের মতোই হাওয়া থাকবে বর্ষবরণে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলে […]