বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।স্বাভাবিকভাবে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির তরফে দুপুরে চক্ষু সংগ্রহের পর থেকেই তা প্রতিস্থাপনের যোগ্য কি না তা নিয়ে সংশয় ছিল। আরআইও’র চিকিৎসকেরা জানাচ্ছেন, রেটিনা ক্ষতিগ্রস্ত হলেও দুই চোখের কর্নিয়াই প্রতিস্থাপন যোগ্য। তবে নিয়মিত চোখের চিকিৎসাও করিয়েছেন বুদ্ধবাবু। চিকিৎসক গৌতম ভাদুড়ি আরআইও’র অধিকর্তা থাকাকালীন চোখের চিকিৎসায় সরকারি উৎকর্ষ […]