প্যানটোম্যাথ গ্রুপের কোম্পানি, দ্য ওয়েলথ কোম্পানি মিউচুয়াল ফান্ড (ওয়েলথ কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড) দ্রুত গতিতে সম্পদ সৃষ্টির লক্ষ্যে কলকাতা ও পশ্চিমবঙ্গে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকে সর্বজনীন করার প্রতিশ্রুতি সামনে তুলে ধরল। একইসঙ্গে সংল্থার তরফ থেকে এও জানানো হয় যে, ভারতের মিউচুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপনার (AUM) দিক থেকে ৫ম স্থানে থাকা কলকাতা দেশীয় মোট AUM-এর […]