সনাতন হিন্দু ধর্মে একটা কথা আছে। ‘একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি’ অর্থাৎ ‘ঈশ্বর’ হলেন ‘এক’ ও ‘অদ্বিতীয়’ । আবার ‘একম অদ্বিতীয়ম’ অর্থাৎ ‘ঈশ্বর অদ্বিতীয়’। ঠিক এমনই এক ছবি ধরা পড়ল ক’দিন আগে দলের তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে। সেদিনের বৈঠকে ‘তিনি’ প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছিলেন, তৃণমূলে ক্ষমতার কেন্দ্র একটাই। দুটো নয়। আমি দলের চেয়ারপার্সন, আমার কথাই শেষ কথা। […]