দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। লোকসভা বা বিধানসভা ভোটের থেকে অনেকটা আলাদা এই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটে ইভিএম ব্যবহার হয় না। থাকে ব্যালট পেপার। আর থাকে তিনটে আলাদা বাক্স। বাংলার এই পঞ্চায়েত ভোট ত্রিস্তরীয়। অর্থাৎ, তিনটি পর্যায় রয়েছে। গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমতি। জেলা পরিষদ। একজন ভোটার যখন ভোট দিতে ঢোকেন তখন বুথের ভিতরে ভোটকর্মী তাঁর […]

