১৩৮ বছরের পুরনো মুথূট পাপ্পাচান গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি মুথূট ফিনকর্প লিমিটেড (এমএফএল), যা মুথূট ব্লু নামেও পরিচিত, এবার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানকে নিয়ে তিন ফিল্মের এক মনোরঞ্জক বিজ্ঞাপনী ক্যাম্পেন লঞ্চ করল। এই ক্যাম্পেন মুথূট ফিনকর্পকে ভারতের আদি স্বর্ণঋণ বিশেষজ্ঞ হিসাবে দেখিয়েছে এবং স্বর্ণঋণকে প্রত্যেক ভারতীয়ের নাগালের মধ্যে আনতে, মসৃণ ও নির্ঝঞ্ঝাট করতে ব্র্যান্ডের দায়বদ্ধতাও […]