কলকাতায় ফের মাথা চাড়া দিচ্ছে দুষ্কৃতি তাণ্ডব। বিডনস্ট্রিট, দমদমের পর এবার একই কায়দায় লুঠপাট চলল টালিগঞ্জে। সোমবার সন্ধেয় এই দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা ঘটে ম্যুর এভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটে। ভর সন্ধ্যায় এসে লুঠপাট চালাল ডাকাত দল। নিয়ে গেল সোনা-গয়না, টাকাকড়ি। প্রতিদিনের মতো ওই মহিলার স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পরই এই একাকী থাকার সময়কেই […]