Tag Archives: Toto driver’s

নিউটাউনে উদ্ধার টোটো চালকের দেহ

ভোররাতে নিউটাউনে উদ্ধার রক্তাক্ত দেহ। সোমবার ওই এলাকার ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় দেহটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ইকো পার্ক থানার পুলিশ। তাদের উদ্য়োগেই দেহটিকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, দেহটি স্থানীয় এক টোটো চালকের। নাম সুশান্ত ঘোষ। বাড়ি রাজারহাটের রিকজোয়ানি […]