Tag Archives: Tragic road accident in Belur

মর্মান্তিক পথদুর্ঘটনা বেলুড়ে, মৃত ২

রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জিটি রোডের উপর। বেলুড়ে জিটি রোডে তর্কসিদ্ধান্ত লেন এবং দেওয়ানগাজির মধ্যবর্তী এলাকায় ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দেয় সিমেন্ট মিক্সিং ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাক্সির চালক ও এক যাত্রীর। নিয়ন্ত্রণ হারিয়ে বিশালাকার ডাম্পারের নিচে সম্পূর্ণ দলা পাকিয়ে যায় হুলুদ রঙের ট্যাক্সিটি। দুটি বাইকের তিন আরোহীও গুরুতর জখম হন। তাঁদের হাওড়া হাসপাতালে […]