তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দমদম! বিধায়ক অনুগামীদের মারধরের অভিযোগ কাউন্সিলর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। পাল্টা কাউন্সিলরের বাড়ি ঘেরাও বিধায়ক অনুগামীদের। ডঃ শান্তনু সেন ও কাকলি সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অতীন ঘোষ ঘনিষ্ঠ কিছু তৃণমূল কর্মী–সমর্থক। থানায় অভিযোগ দাযের করেন শান্তনু সেন। ঘটনার সূত্রপাত বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ। ৬ নম্বর দমদম রোডে স্থানীয় বিধায়ক অতীন […]